(Chrome ব্রাউজার ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়)
আপনি তিনটি উপায়ে আপনার কাঙ্ক্ষিত মুভি খুঁজে বের করতে পারবেন।
১. ক্যাটাগরি থেকে,
চিহ্নিত বাটনে ক্লিক করে নিচের মতো লিস্ট পাবেন, ওইখান থেকে পছন্দ অনুযায়ী ক্যাটাগরিতে ক্লিক করুন।
২. সাইটের নিচের দিকে গিয়ে এই ক্যাটাগরি গুলো খুঁজে নিন।
৩. সার্চ বাটনে ক্লিক করে মুভির নাম ঠিকমতো লিখুন অথবা শুধু মুভি রিলিজের সালটা লিখুন।
তারপর নিচের মতো সার্চ দিন।
এরপর মুভির পেজে ঢুকলে এইরকম দেখবেন, Download Now তে ক্লিক করুন।
এরপর নিচের মতো একটা পেজ আসবে, চিহ্নিত বাটনে ক্লিক করুন
এবার নিচের মতো পেইজ ওপেন হলে Download Anyway তে ক্লিক করুন,আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে
-----------------------------
যদি আপনার ফোনে ড্রাইভ এপ থাকে তাহলে Download Now তে ক্লিক করার পর নিচের মতো আসতে পারে
-----------------------------
আপনি ড্রাইভ ইউজ করতে না চাইলে Download Now বাটনে চেপে ধরুন তাহলে নিচের মতো অপশন আসবে সেখান থেকে Open in Incognito tab এ ক্লিক করবেন, এরপর উপরে দেখানো স্টেপস ফলো করুন।
সাবটাইটেলে ক্লিক করলে নিচের মতো পেইজ ওপেন হবে, এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন
ডাউনলোড করা zip ফাইলটি ওপেন করার জন্য আপনার ফোনে একটা এপ থাকতে হবে,
https://play.google.com/store/apps/details?id=ru.zdevs.zarchiver
এই লিংকটিতে ক্লিক করে এপটা ইনস্টল করে নিন।
এরপর ডাউনলোড করা Zip ফাইলটি খুঁজে বের করে ওপেন করুন ওই এপ দিয়ে।
Srt ফাইলটি খুঁজে নিয়ে উপরের মতো ক্লিক করুন,
এরপর যেই ফোল্ডারে মুভিটা রেখেছেন ওই ফোল্ডার সিলেক্ট করুন, এরপর নিচের চিহ্নিত বাটনে ক্লিক করুন।
যদি নিচের মতো আসে তাহলে বুঝবেন ফাইল ওপেন হয়েছে।
(মোবাইলে মুভি দেখার জন্য MX Player সবচেয়ে ভালো)
এরপর মুভি প্লে করে সাবটাইটেল সিলেক্ট করে নিন।
এনজয় করুন।